Mikrotik



Our Packages:
a) Mikrotik Basic + Mikrotik Advance (Online) = = 5,000/- Taka,
b) Mikrotik Basic + Mikrotik Advance (Online + LAB) = 10,000/- taka.
c) Mikrotik Basic + Mikrotik Advance Corporate Package 50,000/- taka ( Max 10 persons),
d) Cisco Switch Essential = 3000 Taka (4 days X 2 hours)
e) Ex student (retake) Mikrotik Basic + Mikrotik Advance (Online) = = 2000/- Taka,
f) Single Person without batch (One to One) Online = 10,000/ Taka.
g) Single Person without batch (One to One) LAB = 15,000/ Taka.
h) Single Person VIP/ Office delivery = 50,000/ Taka.
i) IPv6 Online Class 1000 Taka per person.
j) OLT Configure 1000 Taka Per person.
k) ISP Full Course (Mikrotik + Cisco Switch + OLT + WiFi + Call Center) = After Discount 15,000/ Taka

Discount:
a) নতুন ল্যাব স্টুডেন্টদের জন্য অনলাইন ট্রেনিং ফ্রি।
b) পুরাতন ছাত্রদের জন্য অনলাইন ট্রেনিং রিটেক 2000 টাকা

AKM Jahangir
Phone/Viber/WhatsApp/bkash(p): 01819231755,
http://fb.com/akm.jahangir, akmjahangir755@gmail.com



Basic Configure:

Day-1:

 ১. ISP আপনাকে static IP, subnet mask এবং gateway বলে দিয়েছে। আপনি কিভাবে WAN কনফিগার করবেন?
২. ISP বলেছে  DHCP থেকে IP অটো পাবেন, সেক্ষেত্রে কিভাবে WAN কনফিগার করবেন?
৩. ISP আপনাকে pppoe username password দিয়েছে, আপনি কিভাবে WAN কনফিগার করবেন?
৪. কিভাবে ল্যান কনফিগার করলে static IP বিতরণ করা যায়?
৫. কিভাবে ল্যান কনফিগার করলে dhcp সার্ভার থেকে auto IP বিতরণ করা যায়?
৬. কিভাবে ল্যান কনফিগার করলে ক্লায়েন্টকে pppoe ইউজারনেম পাসওয়ার্ড দেওয়া যায়?
৭. Hotspot: কিভাবে ল্যান কনফিগার করলে ক্লাইন্টকে ডেটার পরিমাণ অথবা সময় নির্ধারণ করে দেওয়া যায়? যাতে সময় অথবা ডাটা শেষ হয়ে গেলে ক্লায়েন্টের ইন্টারনেট বিচ্ছিন্ন হয়ে যায়।
Day-2:
৮. কিভাবে ক্লায়েন্টের ব্যান্ডউইথ কন্ট্রোল করা যায় (Static IP, DHCP IP, PPPoE) ?
৯. কিভাবে ডেডিকেটেড এবং শেয়ার্ড ব্যান্ডউইথ কন্ট্রোল করা যায়? কিভাবে PPPoE ইউজারদের শেয়ার্ড ব্যান্ডউইথ দেওয়া যায়?
১০.  কিভাবে ডে - নাইট আলাদা প্যাকেজ করা যায় ?
১১. কিভাবে total ব্যান্ডউইথ সব Live ইউজারের মধ্যে সমবন্টন করা যায়?
১২. কিভাবে Dedicate/ vip ক্লায়েন্টকে অধিকতর priority দেওয়া যায়, যাতে Dedicate/vip ক্লায়েন্ট কখনোই slow না পায়?
১৩. কিভাবে ক্লায়েন্টের ম্যাক এ্যাডড্রেস bind করলে ক্লায়েন্ট তার আইপি চেঞ্জ করতে পারবেনা।
১৪. কিভাবে ক্লায়েন্টের কনজামশন graph দেখা যায়, কিভাবে কোন ইন্টারফেসের graph দেখা যায়?
১৫. কিভাবে winbox login এর জন্য read / write / full power ইউজার তৈরি করা যায়?
১৬. কিভাবে ব্যাকআপ রাখা যায় এবং ব্যাকআপ রিস্টোর করা যায়?
১৭. কিভাবে ওয়াইফাই পাসওয়ার্ড দিয়ে কনফিগার করে আইপি অটো বিতরণ করা যায় (with Bridge & Without Bridge) ?
১৮. কিভাবে কোন ক্লায়েন্টের লাইন ব্লক করা যায় অথবা কোন সার্ভিস বন্ধ করা যায় ?
১৯. কিভাবে ভাইরাস পোর্ট বন্ধ করা যায়? কিভাবে Real IP Listing বন্ধ করা যায়?
২০. কিভাবে কোন কোন আইপির জন্য কোন কোন ওয়েবসাইট বন্ধ করা যায়?
২১. Basic Configure এর উপর প্র্যাকটিক্যাল পরীক্ষা এবং ভাইভা।

Advance Configure
Day-3:
২২. কিভাবে ক্লাইন্টকে ভিন্ন ভিন্ন VLAN এ internet, youtube, ftp এবং bdix দেওয়া যায়?
২৩. কিভাবে আইএসপি থেকে ভিন্ন ভিন্ন VLAN এ internet, youtube, ftp এবং bdix রিসিভ করা যায়?
২৪. কিভাবে আলাদা আলাদা  Internet, youtube, ftp এবং bdix ব্যান্ডউইথ কন্ট্রোল করা যায়?
২৫. কিভাবে কিছু সাইটের IP Auto Capture করা যায়? এবং ব্যান্ডউইথ বাড়িয়ে দেওয়া যায় কিংবা কমিয়ে দেওয়া যায় যেমন ফেসবুক, উইন্ডোজ আপডেট, এন্টিভাইরাস আপডেট, ইত্যাদি সাইটের উপর কমিয়ে অথবা বাড়িয়ে দেওয়া যায়?
২৬. কিভাবে ইমেইল সেন্ড রিসিভ এর উপর ব্যান্ডউইথ বাড়িয়ে দেওয়া যায়?
২৭.  ব্যান্ডউইথ ফুল হয়ে গেলে ping time বেড়ে যায় এবং packet loss হয়, কিভাবে এই সমস্যার সমাধান করা যায় ?
২৮. কিভাবে Mobile Phone থেকে এর ইন্টারনেট Mikrotik Router এ Receive করা যায়?
২৯. কিভাবে Mobile Phone এর ইন্টারনেটকে auto backup link configure করা যায়?
Day-4:
৩০. কিভাবে ক্লায়েন্টের ব্রাউজিং লগ সংরক্ষণ করা যায় বা কোন উইন্ডোজ পিসিতে পাঠানো যায়?
৩১. কিভাবে লাইভ মনিটরিং করে কোন আইপি থেকে কোন আইপিতে কত নম্বর Port দিয়ে কি পরিমাণ ডেটা যাচ্ছে এটা দেখা যায়?
৩২. কিভাবে validity (মেয়াদ) সহ প্রিপেইড কার্ড পিন জেনারেট করা যায় (Userman) যাতে মেয়াদ, সময় অথবা ডাটা শেষ হয়ে গেলে ক্লায়েন্টের ইন্টারনেট বিচ্ছিন্ন হয়ে যায়?
৩৩. কিভাবে Netinstall দিয়ে মাইক্রোটিক অপারেটিং সিস্টেম ইনস্টল করা যায়? কিভাবে ভার্সন আপগ্রেড ডাউনগ্রেড করা যায়?
৩৪. কিভাবে কমান্ডমোড এ কাজ করা যায়?
Day-5:
৩৫. কিভাবে auto backup শিডিউল তৈরি করে দেওয়া যায় যাতে রাউটার নিজেই ftp করে অথবা ইমেইল করে রাউটারের backup নিজেই পাঠিয়ে দেবে?
৩৬. কিভাবে সহজে IP, Subnet calculation করা যায়? কিভাবে Real IP অপচয় না করে সকল (256)  IP use করা যায়? প্রচলিত পদ্ধতিতে ক্লাইন্টকে একটি আইপি দিতে তিনটি 75% IP অপচয় হয়।
৩৭. কিভাবে মাইক্রোটিক এ ট্রাবলশুটিং করা হয়?
Day-6:
৩৮. কিভাবে Fail Over / Link Redundancy কনফিগার করা হয় ? (4 Types: 1. Using Distance, 2. Using Bridge, 3. Using Bonding, 4. Using VRRP)
৩৯. কিভাবে load balance এবং With FailOver কনফিগার করা হয় (4 Types: 1. Prerouting mangle, 2. Input-Output mangle, 3. OSPF, 4. BGP)?
Day-7:
৪০. কিভাবে OSPF Routing কনফিগার করা হয়?
৪১. কিভাবে BGP Routing কনফিগার করা হয়? কিভাবে BGP Filter কনফিগার করা হয়? কিভাবে BGP LoadBalance কনফিগার করা হয়?
Day-8:
৪২. কিভাবে  Office Router- এ ভিপিএন কনফিগার করে, Remote WindowsPC থেকে VPN dial করে, অফিসের LAN IP access করা হয়?
৪৩. কিভাবে pptp, sstp, IPSec  টানেলের মাধ্যমে হেড অফিস এবং ব্রাঞ্চ অফিসের মধ্যে Layer3 data connectivity কনফিগার করা হয় ?
৪৪. কিভাবে বিভিন্ন EoIP টানেলের মাধ্যমে হেড অফিস এবং ব্রাঞ্চ অফিসের মধ্যে Layer2 data connectivity কনফিগার করা হয় ? আপনার অফিসে এক ISP বাসায় অন্য ISP’ হোম ইউজার (1mbps shared) লাইনঅফিসের খালি ব্যান্ডউইথ(50mbps) এবং রিয়েল আইপি কিভাবে বাসা থেকে ইউজ করা যাবে ?
Day-9:
৪৫. কিভাবে CAPsMAN কনফিগার করবেন?
৪৬. Basic Firewall: Input rules, forward rules, different NAT (src-nat, dst-nat), Port Forwarding(Remote Access to any device with private IP), DDoS.
৪৭. Advance Firewall: 33 Security Tips.
৪৮. What problems you are facing in your network, Very big network monitoring and trouble shooting.
৪৯. Revise Whole syllabus, Question-Answer.
৫০. Exam & Viva.
If you want to do Registration, Click here:  https://forms.gle/qcp6c9KVpsAdnWkWA




Download Syllabus Image file:





3 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. আমার মাইক্রোটিক সমন্ধে কোন ধারনা নাই,আমি কি শিখতে পারবো,

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete